বৃষ্টি, তাপপ্রবাহ, ঘূর্ণিঝড়, কালবৈশাখী - এপ্রিলে কেমন থাকবে বাংলাদেশের আবহাওয়া?

কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ বইছে। এমনকি আজও দেশের ১১টি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এসব এলাকা থেকে তাপপ্রবাহ কমে যেতে পারে বলে জানিয়েছে বলে আবহাওয়া অফিস। বুধবার দোসরা এপ্রিল আবহাওয়া অধিদপ্তরের সকালের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, বর্তমানে রাজশাহী বিভাগের আটটি জেলার ওপর দিয়েই মৃদু তাপপ্রবাহ বইছে। বাকি তিন জেলা হলো– দিনাজপুর, নীলফামারী জেলার সৈয়দপুর এবং চুয়াডাঙ্গা। এসব জেলা থেকে আগামী ২৪ ঘণ্টায় তাপপ্রবাহ কমে যাওয়ার সম্ভাবনার কারণ, ওইসব এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা।আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বিবিসিকে জানান, সিলেটের কিছু কিছু স্থানে মঙ্গলবার সারাদিন ও বুধবার ভোর থেকে বৃষ্টি হয়েছে। এছাড়া, রংপুর ও দিনাজপুরের দিকেও বৃষ্টি শুরু হয়েছে। সেই বৃষ্টি প্রভাবেই দেশের অন্যান্য স্থান থেকেও তাপপ্রবাহ কমবে বলে মনে করছেন আবহাওয়াবিদেরা।

Comments